Entertainment

লোকসঙ্গীত গায়ক বিপুল ভট্টাচার্য মৃত

লোকসঙ্গীত গায়ক বিপুল ভট্টাচার্য মৃত

| | 06 Jul 2013, 01:55 am
ঢাকা, জুলাই ৫: বিখ্যাত লোকসঙ্গীত গায়ক বিপুল ভট্টাচার্য শুক্রবার সকালে ঢাকার শঙ্কর এলাকার এক হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮।

 ভট্টাচার্য গত সাড়ে তিন বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

 
তিনি ১৯৭১এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় সদস্য ছিলেন। 
 
তাঁর মরদেহ হাসপাতাল থেকে ছায়ানটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরে তাঁর বাড়িতে।
 
"তাঁর মরদেহ আজ রাতে বিরডেম হাসপাতালের মর্গে রাখা হবে। কাল সকালে তাঁকে কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে যাওয়া হবে যেখানে জনসাধারণ তাঁকে শ্রদ্ধা জানাতে পারবে," জানান বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী।
 
তাঁর শেষকৃত্য সমাপন হবে পোস্তাগোলা শ্মশানে।