Entertainment

Fight against Coronavirus: Tahsan Khan confines himself in home, urges people to stay in their residences
ঢাকাঃ জাপান থেকে সদ্য ফিরে আসার পরে অভিনেতা তাহসান খান নিজেকে স্বেচ্ছায় গুটিয়ে রেখেছেন যাবতীয় কাজ এবং সামাজিক মেলামেশা থেকে।
পৃথিবীর বুকে আজ নতুন চ্যালেঞ্জ হল করোনাভাইরাস। আর এই অবস্থায় লড়াই চালাতে গুটিয়ে রাখাই মানুষের কাচে সুস্থ থাকার এক বিশেষ অস্ত্র হিসেবে কাজ করছে।
বাংলাদেশেও দুইজন ব্যাক্তি এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন এই ভাইরাসের প্রকোপে।
নিজের ফেসবুক পেজে উনি মার্চ ১৪ তারিখে লেখেনঃ "এখনো বিচলিত হবার মতো কিছু হয়নি, তবুও সবাই সাবধান থাকি, সঠিক তথ্য প্রচারে সচেষ্ট হই।"
উনি গত বেশ কিছুদিন ধরে ফেসবুকে সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত তথ্য পোস্ট করে যাচ্ছেন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়।
একটি ভিডিওতে উনি মানুষকে নিজেদের বাসায় থাকতে অনুরোধ করেন।