Entertainment

কলকাতায় বাংলাদেশ চলচিত্র উৎসব

কলকাতায় বাংলাদেশ চলচিত্র উৎসব

| | 28 May 2013, 04:08 am
কলকাতা, ফেব্রুয়ারি ৬: চলচিত্রপ্রেমীদের জন্য সুখবর।

 আগামী শুক্রবার তারা একটি সুযোগ পাবেন ওপার বাংলার সাতটি ছবি দেখার।

 
কলকাতার নন্দনে একটি তিন দিন ব্যাপী বাংলাদেশ চলচিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
 
"এই নিয়ে দ্বিতীয়বার এরকম একটি চলচিত্র উৎসব কলকাতায় হতে চলেছে যদিও ভারতের অন্যান্য শহরে বাংলাদেশ চলচিত্র উৎসব বহুবার আয়োজিত হয়েছে," জানান কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলাম।
 
"ইচ্ছে করেই বইমেলায় সময়ের সাথে তাল রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে যাতে মানুষের উদ্দীপনা অবিছেদ্য থাকে," তিনি বলেন।
 
উৎসবের আয়োজকরা এমনভাবে দিনগুলি স্থির করেছেন যাতে সেগুলি ৩৭তম কলকাতা বইমেলার শেষ তিন দিনের সাথে সমাপতিত হয়।
 
এবছর কলকাতা বইমেলায় বাংলাদেশ হল ফোকাল থিম দেশ।
 
চলচিত্র উৎসবের আনন্দ সাধারণ মানুষ বিনামূল্যে নিতে পারবে।
 
২০১১ সালে মুক্তিযুদ্ধের ৪০ বছর পালন করতে বাংলাদেশ সেই বিষয়ে বানানো চলচিত্র কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে প্রদর্শন করে।
 
"সে বছর এই ছবিগুলি খুব প্রশংসিত হয়েছিল। এবছর ছবিগুলিতে ইংরেজি সাবটাইটেল থাকবে। কিছু ছবি হবে বিশুদ্ধ বিনোদনের; কিছু হবে একটু অন্য ধারার," জানান নয়া দিল্লীতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মাহমুদ হাসান সালেহ।