Entertainment

আমেরিকায় বাংলা চলচিত্র উৎসব

আমেরিকায় বাংলা চলচিত্র উৎসব

| | 28 May 2013, 04:19 am
ঢাকা, মে ৭: একমাসব্যাপী বাংলা চলচিত্র উৎসব - রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভ্যাল ইউএসএ ২০১৩ - নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে শুরু হবে মে ১৭।

 ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড দ্বারা প্রযোজিত পাঁচটি ছবি - ঘেঁটু পুত্র কমলা, গেরিলা, মনের মানুষ, থার্ড পার্সন সিঙ্গুলার ও লাল টিপ - জ্যাকসন থিয়েটারে প্রদর্শিত হবে।

 
এই চলচিত্র উৎসবটি অন্যান্য আমেরিকান স্টেটসে, যেমন ভার্জিনিয়া, নিউ জার্সি, মিশিগান, ফ্লোরিডা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়াতেও পালা করে ঘুরবে।
 
 চ্যানেল আই-এর প্রধান অধিকর্তা ইউএস আশরাফুল আলম জানানঃ "বাংলা সিনেমা দেখার সুযোগ না থাকাতে, ইউএসএ-তে প্রায় ১০ লাখ বাংলাদেশীকে প্রেক্ষাগৃহে গিয়ে হিন্দি বা অন্যান্য ভাষার ছবি দেখতে হয়।"
 
"বাংলা সিনেমা দেখার কালচারটাই এখানের বাঙালিদের মধ্যে তৈরি হয় নি। আশা করি এই একমাসব্যাপী বাংলা চলচিত্র উৎসবটি বাঙালি সিনেমাপ্রেমীদের নজর কাড়বে," তিনি বলেন।