Entertainment

কলিম শরাফীর স্মরণে নাট্যোৎসব

কলিম শরাফীর স্মরণে নাট্যোৎসব

| | 28 May 2013, 04:03 am
ঢাকা, ডিসেম্বর ৩০: নাগরিক নাট্যাঙ্গন এনসেমবেল তাদের স্বর্গীয় সভাপতি ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ক কলিম শরাফীর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এক সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে।

 নাট্যোৎসব শুরু হয় ডিসেম্বর ২৭ যাত্রাদলের নতুন নাটক \'জুগল বন্দি\' দিয়ে।

 
রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি শরাফীর নাটকের প্রতিও সমান উৎসাহ ছিল। তিনি ১৯৯৭ থেকে ২০১০-এ তাঁর মৃত্যুর আগে পর্যন্ত  নাগরিক নাট্যাঙ্গন এনসেমবেলের সভাপতি ছিলেন।
 
 নাগরিক নাট্যাঙ্গন এনসেমবেলের তরফ থেকে জামালুদ্দিন হোসেন বলেন শরাফী
তাঁর দলের অনুপ্রেরণা ছিলেন ও দেশের থিয়েটার চর্চার এক অনুরাগী ছিলেন।
 
উৎসবের উদ্বোধনের দিন একদল গায়ক রবীন্দ্রসঙ্গীত গেয়ে শরাফীকে শ্রদ্ধা জানান।
 
নাট্যোৎসবে  নাগরিক নাট্যাঙ্গন এনসেমবেল, নাগরিক নাট্যসম্প্রদায় ও থিয়েটার (বেলি রদ)-এর মত স্থানীয় নাট্যদলের পাশাপাশি ভারতের কলকাতা থেকে আসা বহুরূপী অংশগ্রহণ করে।
 
ডিসেম্বর ২৮ ও ২৯-এ বহুরূপী নাট্যস্থ করে \'দীপদণ্ড\' ও \'ছাঁচ ভাঙ্গা মূর্তি\'।  
 
রবিবার থিয়েটার (বেলি রদ) প্রস্তুত করবে \'মেরাজ ফকিরের মা\'।
 
শেষ দিন নাগরিক নাট্যাঙ্গন এনসেমবেল নাট্যস্থ করবে \'বিবিসাহেব\'।