Entertainment

এবার কি বাংলা ছবিতে অভিনয় করবেন দীপিকা পাদুকোন?

এবার কি বাংলা ছবিতে অভিনয় করবেন দীপিকা পাদুকোন?

| | 01 Jul 2015, 11:44 am
মুম্বাই, জুলাই ১- 'পিকু' তে বাঙালি মেয়ের ভূমিকায় অভিনয় করে তাঁর ভক্তদের মনে নতুন করে জায়গা করতে সফল হয়েছেন বলিউড সুন্দরী দীপিকা পাদুকোন।

পিকু ছবিতে বাংলাতেও কথা বলতে শোনা গেছে এই মিষ্টি অভিনেত্রীকে।

 

এই ছবির জন্য সামান্য বাংলা শিখতে হয়েছে দীপিকাকে।

 

আর সফলভাবে পিকুতে এক বাঙালি নারীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য গুঞ্জন শোনা যাচ্ছে  যে বেশ কয়েকজন বাঙালি পরিচালক ওনার সাথে পূর্ণাঙ্গ বাংলা ছবিতে কাজ করতে চান।

 

তবে সামনের দিনে সঞ্জয় লীলা বানসালির বাজিরাও মাস্তানি এবং অন্যটি ইমতিয়াজ আলীর তামাশা ছবিতে অভিনয় করতে ব্যস্ত থাকবেন দীপিকা।