Entertainment

Jaya Ahsan adds anther international feather to her crown

Jaya Ahsan adds anther international feather to her crown

Bangladesh Live News | @banglalivenews | 29 Dec 2018, 08:11 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ৩০: ভারতে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রী হয়েছেন বাংলাদেশের জয়া আহসান।

 ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিচারে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের ভেতর সেরা হয়েছেন তিনি।

 

চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে মৃন্ময়ী চরিত্রে জয়া অনবদ্য অভিনয় করেন।

 

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে।


টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমুা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রর্বুী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

 

Image: Jaya Ahsan Facebook page