Entertainment

Jaya Ahsan's movie gets India's National Awards
Jaya Ahsan Facebook page

Jaya Ahsan's movie gets India's National Awards

Bangladesh Live News | @banglalivenews | 10 Aug 2019, 01:57 pm
ঢাকা, আগস্ট ১১ঃ দুই বাংলার মন বেশ জয় করে ফেলেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

সেই দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ ও সেই ছবিতে অভিনয় করেছে বাংলাদেশের এই মেয়েটি।


আগেও ভারতের এই গুরুত্বপূর্ণ পুরষ্কার পেয়েছে জ্যার অভিনীত ছবি।

 

সেই ছবিটির নাম ছিল  ‘বিসর্জন’।

 

ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির জন্য  প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পেয়েছিলেন জয়া।

 

এই ছবিটি, যা দর্শকের মন জয় করেছিল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেরা বাংলা সিনেমার মর্যাদা পেয়েছিল।

 

আর এই নতুন ছবিটি নির্মিত হয়েছিল  ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায়ণ রায়ের সন্ন্যাসীবেশে পুনরাবির্ভাবের গল্প নিয়ে।

 

এই গল্পেও তাই বাংলাদেশের গন্ধ পরিষ্কার।

 

যীশু সেনগুপ্ত, অপর্ণা সেন, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী এই ছবিতে অভিনয় করেছিলেন।

 

গত বছর পুজোর সময় ভারতে মুক্তি পায় এই ছবি।

 

দর্শকের মন বেশ জয় করেছিল এই রাজকাহিনী।