Entertainment

Jaya Ahsan to feature in Bijoya

Jaya Ahsan to feature in Bijoya

Bangladesh Live News | @banglalivenews | 26 Apr 2018, 08:04 am
ঢাকা, এপ্রিল ২৬ঃ অভিনেত্রী জয়া আহসানের ভক্তদের জন্য ভালো খবর আছে।
ওনাকে খুব শিগগিরি দেখা যাবে  ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’তেও।
 

বিসর্জন ছবিতে অভিনয় দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন জয়া।

 

এই ছবির জন্য জিতেছিলেন বহু পুরষ্কার।

 

ভারতের জি-সিনে অ্যাওয়ার্ডস আর জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের ঝুলিতে তুলেছিলেন জয়া।

 

এই ছবির প্রথম লুক আজ জয়া নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

 

" কিছু কিছু গল্প হঠাৎ শেষ হয়ে যায় না...তাই বিসর্জন-এর রেশ বিজয়া পর্যন্ত গড়াচ্ছে... তাই আবার পদ্মা, নাসির আলি, আর গনেশ মন্ডল আসছে," উনি লেখেন ফেসবুকে।

 

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েলের নামটি হল বিজয়া ও তা বেশ সুন্দর মানিয়েছে আগের ছবিটির নামের সাথে।

 

গতকাল সাংবাদিকদের সামনে ভারতের কোলকাতা শহরের একটি পাঁচ তাড়া হোটেলে ছবির নাম প্রকাশ করেন নির্মাতারা।

 

‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, অভিনেতা আবির চট্টোপাধ্যায়   ও জয়া এই সময় উপস্থিত ছিলেন।

 

অপেরা মুভিজ এই ছবিত প্রজজনা কবে।

 

ভারত ও বাংলাদেশ নিয়ে এই বিসর্জন মুক্তি পাওয়া সাথে সাথেই দর্শকদের মন জয় করেছিল।

 

এইবার দেখতে হবে এই ছবি কেমন সাফল্যতা অর্জন করে।

 

 

Image: Jaya Ahsan Facebook page