Entertainment

চায়নার বাজারে 'পিকে'র জাদু

চায়নার বাজারে 'পিকে'র জাদু

| | 07 Jun 2015, 01:03 pm
মুম্বাই/বেজিং, জুন ৭- ভারতের বাজারে নিজের জাদু দেখানোর পরে, বলিউড সুপারস্টার আমির খানের শেষ মুক্তি পাওয়া ছবি 'পিকে' চায়নাতেও ভাল সাড়া পেয়েছে।

এখনও পর্যন্ত চায়নার বাজারে ১০০ কোটি টাকার উপরে কামিয়েছে এই ছবি।

 

চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ নিজের টুইটারে লিখেছেন যে \'পিকে \' ভারতীয় মুদ্রায় মোট ১০১. ৮১ কোটি টাকার বাজার করেছে চায়নায়।

 

এই ছবিতে আমির খান ছাড়াও অনুশকা শর্মা ও বোমান ইরানির মত অভিনেতারা অভিনয় করেছেন।

 

ডিসেম্বর মাসে ১৯ তারিখ ভারতে মুক্তি পাওয়া এই ছবিটি এখনও সেই দেশের হিন্দি সিনেমার ইতিহাসের সর্বকালের ব্যাবসাসফল ছবি।

 

মে ২২ তারিখে চায়নায় মুক্তি পেয়েছিল \'পিকে\'।