Entertainment

টুইটারে আনুশকা শর্মার ৫ মিলিয়ন ভক্ত

টুইটারে আনুশকা শর্মার ৫ মিলিয়ন ভক্ত

| | 14 Jul 2015, 12:07 pm
মুম্বাই, জুলাই ১৪- আজকাল পর্দাইয় তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য হল জুড়ে হাততালি ছাড়াও, বলিউড অভিনেতাদের জনপ্রিয়তা তাদের সোশ্যাল মিডিয়ার একাউণ্টে ফ্যানেদের 'লাইক' এর সংখ্যাতেও বোঝা যায়।

আনুশকা শর্মা সেইরকম একজন অভিনেত্রী যার টুইটার হ্যান্দল এখন ফলো করেন ৫ মিলিয়নের বেশি মানুষ।

 

নিজের টুইটার পেজে উনি নিজের ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেনঃ "এই মুহূর্তে বুঝলাম যে আমি ৫ মিলিয়ন মার্কটা ছুঁয়েছি।"

 

‘এনএইচটেন’, \'বম্বে ভেলবেট\' বা \'রব নে বনাদি জোদি\' এর মত কিছু দুর্দান্ত ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আনুশকা।