Entertainment

ফেরদৌস, জোয়া ২০১১-র শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী

ফেরদৌস, জোয়া ২০১১-র শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী

| | 28 May 2013, 04:06 am
ঢাকা, জানুয়ারি ২২: সরকার ঘোষণা করেছেন যে ২৪ শিল্পী, নির্দেশক ও অন্যান্য পেশাদার ব্যাক্তিদের শৈল্পিক এবং প্রযুক্তিগত উত্কর্ষতার জন্য ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড-২০১১ প্রদান করা হবে।
প্রখ্যাত অভিনেতা আব্দুর রজ্জাককে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে সন্মানিত করা হবে।
 
ফেরদৌস আহমেদকে তাঁর ছবি \'কুসুম কুসুম প্রেম\'-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রদান করা হবে; শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জোয়া এহসান, তাঁর চলচিত্র \'গেরিলা\'-র জন্য।
 
ফোরিদুর রেজা সাগর ও এষা ইউসুফ প্রযোজিত ছবি \'গেরিলা\' শ্রেষ্ঠ চলচিত্রের পুরস্কার পায়।
 
নাসিরুদ্দিন বাচ্চু এই ছবির জন্য পান শ্রেষ্ঠ নির্দেশকের সন্মান।
 
\'মা আমার চোখের মণি\'-র জন্য শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কার পান কুমার বিশ্বজিত; \'প্রজাপতি\' ছবির গানের জন্য শ্রেষ্ঠ মহিলা গায়কের পুরস্কার পান মজমুন মুনিরা (ন্যানসি)।