Entertainment

ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যার্থে চলচিত্র উৎসব

ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যার্থে চলচিত্র উৎসব

| | 28 May 2013, 04:17 am
ঢাকা, এপ্রিল ৭: ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যার্থে আয়োজিত চ্যারিটি চলচিত্র উৎসব রবিবার শেষ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহির রাইহান অডিটোরিয়ামে।

 চারদিনব্যাপী এই চলচিত্র উৎসবে বাংলাদেশী ও বিদেশী ১২টি ক্লাসিক এবং জনপ্রিয় ছায়াছবি দেখানো হয়। তাদের মধ্যে ছিল - জীবন থেকে নেওয়া, লাইফ অফ পাই, আন্দাজ আপনা আপনা, হ্যাপি ডেজ, বাপি বাড়ি যা, মার্ডার ৩, মাছ মিষ্টি, রেসিদেণ্ট এভিল রেট্রিবুশান, হিম্মাতওয়ালা, রক স্টার, জিআইজো রিটালিয়েশান ও বোঝে না সে বোঝে না।

 
প্রতি দিন তিনটি করে ছবি দেখানো হয়। টিকিট বিক্রির সমস্ত অঙ্কই  ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যার্থে ব্যাবহার কড়া হবে, জানান আয়োজকেরা।