Entertainment

ভারতের বাজারে ঝড় তুলেছে ‘বাজরাঙ্গি ভাইজান’
মুম্বাই, জুলাই ১৮- রিলিজের প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ ।
শুক্রবার ভারতের বাজারে মোট ২৭.২৫ কোটি রুপীর ব্যবসা করেছে এই ছবি।
প্রত্যেক বছর ঈদে নিজের একটি ছবির মুক্তি দিয়ে দর্শকের মন জয় করেন সালমান।
এই বছরেও যা দেখা যাচ্ছে ‘বাজরাঙ্গি ভাইজান’ হয়তো একই ভাবে জনপ্রিয় হয়ে উঠবে ভারত ও বিভিন্ন দেশের ছবির বাজারে।
এর আগে সালমান ও করিনাকে \'বডিগার্ড\' ছবিতে এক সাথে দেখা গেছিল। সেই ছবিও ২০১১ সালে ঈদে মুক্তি পেয়েছিল।