Entertainment

সংলাপের প্রতিষ্ঠা বার্ষিকী এবং 'বদনাম।'

সংলাপের প্রতিষ্ঠা বার্ষিকী এবং 'বদনাম।'

| | 21 Jun 2014, 07:06 am
ঢাকা, জুন ২১- জনপ্রিয় নাট্যদল সংলাপ তাদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ করল সুপরিচিত নাটক 'বদনাম'।

 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একই নামের একটি ছোট গল্প অবলম্বনে তৈরি মোস্তাফা হিরা নির্দেশিত এই নাটকটিতে বলা হয়েছে এক বাঙালি গৃহবধূর গল্প, যাতে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিকদের বিরুদ্ধে তাঁর লড়াই করার এবং বিদ্রোহী হয়ে যাওয়ার কাহিনী।

 
 সংলাপের ২৩তম প্রযোজনা এই নাটকটিতে অভিনয় করেছেন ওয়ালিদ আহমেদ রানা, সফিয়া আরফিন মোনালিসা, সেলিনা আখতার প্রিয়া, মহম্মদ মইনুল ইসলাম, মহম্মদ হাবিবুর রহমান, শাকিল আহমেদ, মাসুদ আলম বাবু, মোস্তাফিজুর রহমান রিপন, প্রেমা এবং আরও অনেকে। 
 
মঞ্চের দৃশ্যসজ্জা এবং আলোক নির্দেশনা জুনায়েদ ইউসুফের, আর আবহ এবং প্রযোজনার দায়িত্ব পালন করেছেন সেলিনা আখতার প্রিয়া।
 
দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন সংলাপের অনেক প্রাক্তন এবং বর্তমান সদস্য।
 
১৯৮২ সালের ১৮ই জুন তারিখে জন্ম নেওয়া এই দলটির এ পর্যন্ত করা প্রযোজনাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পিছল, ষোড়শী, বদনাম, প্রস্তুতি প্রভৃতি নাটক।