Entertainment

Rabindrasangeet: Two Bengals to mix on a stage

Rabindrasangeet: Two Bengals to mix on a stage

Bangladesh Live News | @banglalivenews | 12 Oct 2019, 08:35 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১২ : একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী তানজীনা তমা ও ভারতের আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু। তাদের গান-কবিুার যুগলবন্দি আয়োজন হচ্ছে।

আজ শনিবার সন্ধ্যা ৬ টায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’ সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।


দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দি অনুষ্ঠানের শিরোনাম ‘গান কবিুার ছায়াতলে’। তানজীনা তমা ও শোভন সুন্দর বসু নিজ ক্ষেত্রে ইতিমধ্যে সুধী শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন অসংখ্য শ্রোতা ও দর্শকের ভালোবাসা।


শিল্পী তানজীনা তমা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নানা পর্যায়ের ১০টি গান গাইবো। ফাঁকে ফাঁকে থাকবে আবৃত্তি। দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দি আশা করি দারুণ হবে।’


শিল্পী শোভন সুন্দর বসু বলেন, ‘বাংলাদেশে আসার অনুভূতি সত্যিই দারুণ। তানজীনা তমা গুণী শিল্পী। তার সঙ্গে আবৃত্তি করবো। সত্যিই দারুণ ব্যাপার। অনুষ্ঠানে আমি দশজন কবিুার ১০টি কবিুা আবৃত্তি করবো। আশা করি গান-কবিুার এ অনুষ্ঠান দর্শকশ্রোতাদের ভালো লাগবে।’