Entertainment

Rituparna Sengupta in Dhaka

Rituparna Sengupta in Dhaka

Bangladesh Live News | @banglalivenews | 24 Jul 2018, 06:23 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৪ : প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী চলচ্চিত্র প্রযোজিত ‘জ্যাম’ সিনেমার মহরতে এসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা।

এ উপলক্ষে সোমবার (২৩ জুলাই) ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।


অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে ঋতুপর্ণা বলেন, ‘জ্যাম’ ছবির মধ্য দিবে আমরা মনের জ্যাম দূও করতে চাই। প্রয়াত নায়ক মান্নার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার সব ছবিই সুপারহিট। তার স্বপ্ন ছিল অনেক বড়। আমরা সবাই মিলে যেন তার স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। আজকে এই রকম একটি দিনে আপনাদের সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য কিছুটা আনন্দের আবার অনেকটাই ব্যথার। কারণ মান্না ভাই অনেক বড় একটা জায়গা জুড়ে আছেন আমাদের জীবনে এবং সবসময় থাকবেন। মান্না ভাই একজন সত্যিকারের তারকা ও অনেক বড়মাপের মানুষ। কিন্তু তিনি আজ নেই, এই জন্য ব্যথাটাই আজকে বেশি।’


মান্নার স্ত্রীকে নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘শেলী (মান্নার স্ত্রী) আপাকে আমি আমার দিদি ভাবি। আমি একজন পজেটিভ মনের মানুষ। আমরা সবাই ভিশন নিয়ে বাঁচি। স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। শেলী আপার মধ্যে দেখেছি মনের অনেক জোর তার। অনেক বড় উদ্যোগ নিয়েছেন তিনি। তার পাশের মানুষরা তার পাশেই থাকবেন। আমার ছোঁয়া দিয়ে তার স্বপ্নের সঙ্গে কিছুটাও যদি সামিল হতে পারি। সেই প্রচেষ্টা থাকবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যেও কিছু কথা বলেন ঋতু। তিনি বলেন, ‘আমি মনে করি আমি দুই দেশেরই। কিছুক্ষণ আগে মন্ত্রী কাদের ভাইয়ের পাশে বসে ছিলাম। উনি আমাদের দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছেন। এটা যেন আরও সুদৃঢ় হয়। আমি চাইবো আমাদের আসা যাওয়া নিয়ে এতো সমস্যা, এগুলো যেন না থাকে। বাংলাদেশে আমরা অনেকেই অনেক কাজ করেছি। এখান থেকেও অনেকে কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আমাদের যাওয়া আাসার এই সমস্যা দূর হলে আমরা এক হয়ে যেতে পারি। তাই ‘জ্যাম’ সিনেমার অনুষ্ঠান থেকে একটা একটা বার্তা দিতে চাইবো। আমরা যেন মনের জ্যাম দূর করতে পারি।’


দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ থাকা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ চালু করছেন মান্নার স্ত্রী শেলী মান্না। সেখান থেকেই নির্মিত হচ্ছে ‘জ্যাম’ ছবিটি। এটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।