Entertainment

প্রিয়াঙ্কার পরে হৃতিক রোশনের ১০ মিলিয়ন ফলোয়ার

প্রিয়াঙ্কার পরে হৃতিক রোশনের ১০ মিলিয়ন ফলোয়ার

| | 27 Jun 2015, 01:52 pm
মুম্বাই, জুন ২৭- বলিউড সুপারস্টার হৃতিক রোশনের টুইটার পেজ এখন ১০ মিলিয়ন মানুষ 'ফলো' করছেন।

শনিবার উনি নিজের ভক্তদের এই কারণে ধন্যবাদ জানিয়েছেন।

 

নিজের টুইটার পেজে উনি লেখেনঃ "ওয়ে! আমি ১০ মিলিয়ন পার করেছি। সবে উপলব্ধি করলাম। ধন্যবাদ জানাই সকলকে। তোমরাই আমার বৃহত্তম অনুপ্রেরণা ও তোমাদের জন্য এত কাজ করবার চেষ্টা করি।"

 

\'কহো না প্যায়ার হ্যায়\', \'কভি খুশি কভি গম\' ও \'গুজারিশ এর মত ছবিতে হৃতিক অভিনয় করেছেন।

 

গত সপ্তাহে, বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার টুইটারে ১০ মিলিয়ন মানুষ \'ফলো\' করেছিলেন।