Entertainment

Salman Khan granted bail in Blackbuck poaching case

Salman Khan granted bail in Blackbuck poaching case

| | 07 Apr 2018, 07:44 am
যোধপুর, এপ্রিল ৭ঃ জামিন পাওয়ার পরে আজ যোধপুরের একটি জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।

আজকে ওনার জামিন মঞ্জুর করে যোধপুর আদালত।


জেল থেকে মুক্তি পাওয়ার পরে খান মুম্বাইয়ে বাড়ির পথে যাত্রা শুরু করেন।


৪৮ ঘণ্টা,  যার মধ্যে ছিল দুই রাত, খান কারাগারে কাটিয়েছেন।


ভারতের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী,  ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সালমানের জামিন মঞ্জুর  করা হয়।


তবে, বিদেশ যেতে হলে ওনাকে আগে আদালতের অনুমতি নিতে হবে।

ভারতের টিভি চ্যানেলে খান যখন জেল থেকে বেরিয়ে এসেন সেই ফুটেজটি বহুবার দেখানো হচ্ছে।


বেশ কিছু বছর আগে রাজস্থানে একটি ছবির শুটিং করবার সময় বেআইনিভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছিল ভারতের একটি আদালত।

 

তবে, আদালত বৃহস্পতিবার  ১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন।

 

দোষী সাব্যস্ত হওয়ায় ফলে এই খানকে সেদিন নিয়ে যাওয়া হয় যোধপুর কেন্দ্রীয় কারাগারে।

 

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে উনি একজন।

 

বহু হিট ছবিএ উনি কাজ করেছেন।

 

ওনাকে শেষবার বড় পর্দায় দেখা গেছিল ২০১৭ সালের মুক্তি পাওয়া হবি টাইগার জিন্দা হ্যায়তে।

 

ওনার রেস ৩ ছবি মুক্তি পাওয়া কথা আছে ঈদে উৎসবের সময়।