Entertainment

Salman Khan's Race 3 releases today

Salman Khan's Race 3 releases today

Bangladesh Live News | @banglalivenews | 15 Jun 2018, 08:23 am
মুম্বাই, জুন ১৫ঃ এই ঈদে নিজেদের ভক্তদের আবার একবার আনন্দ দেওয়ার উদ্দেশে বলিউডের সুপারস্টার সালমান খান নিয়ে এসেছেন তার নতুন ছবি ‘রেইস-থ্রি’।

আজ ভারতে মুক্তি পেয়েছে এই ছবিটি।

 

ট্রেলারেই আগে সকলের মন জয় করেছিল ছবিটি।

 

এইবার দেখা বিষয় হল কেমন ব্যবসা করবে খানের নতুন এই ছবি।

 

প্রসঙ্গত, প্রত্যেক বছর খান ঈদে একটি হিট ছবি দর্শকদের উপহার দেন।

 

সালমান খান, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ  এই ছবিতে অভিনয় করেছেন।

 

প্রথম্বার রেস ছবির সিরিজে দেখা যাচ্ছে খানকে।

 

আগের দুটি ছবিও এই সিরিজে বেশ জনপ্রিয় হয়েছিল।

 

২০০৮ সালে এই সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল।

 

২০১৩তে সিক্যুয়াল টু মুক্তি পায় আর দুটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন  সাইফ আলি খান।

 

এই তৃতীয় পড়বে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।