Entertainment

সুচিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর

সুচিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর

| | 17 Jan 2014, 05:13 am
ঢাকা, জানুয়ারি ১৭: রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার প্রখ্যাত বাংলা অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
হামিদ সুচিত্রার আত্মার শান্তি কামনা করেছেন।
 
"তাঁর মৃত্যুতে ক্লাসিক্যাল বাংলা ছায়াছবি যুগের সমাপ্তি ঘটল," হামিদ বলেন।

হাসিনা বলেছেনঃ "সুচিত্রা সেন ছিলেন বাংলা সিনেমার গ্রেটা গারবো। তিনি সারা বিশ্বের বাঙালিদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।"

  সুচিত্রা সেন, যিনি প্রায় সাড়ে তিন দশক ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন, শুক্রবার কলকাতার এক হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বৎসর।
 
গান স্যালুট দেওয়ার পরে শুক্রবার দুপুরে তাঁকে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে চন্দনের চিতায় দাহ করা হয়।
 
তাঁর একমাত্র কন্যা মুনমুন সেন তাঁর মুখাগ্নি করেন দুপুর পৌনে দুটো নাগাদ।
 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান শুক্রবার সকাল আটটা পঁচিশ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেন বেল ভিউ ক্লিনিকে মারা যান।
 
তিনি গত ডিসেম্বর ২৪ তারিখে শ্বাসযন্ত্রের নালীর সংক্রমণ নিয়ে বেল ভিউতে ভর্তি হন।
 
সুচিত্রা সেন অবিভক্ত ভারতের পাবনায় (এখন বাংলাদেশে) এপ্রিল ৬, ১৯৩১এ জন্মান।
 
মহানায়ক উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের জুটি বাঙলা চলচিত্র জগতে অমর হয়ে থাকবে।