Entertainment

সরকারী মঞ্জুরি পেল ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউট

সরকারী মঞ্জুরি পেল ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউট

| | 28 May 2013, 04:12 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৫: বাংলাদেশ মন্ত্রীপরিষদ সোমবার বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউট স্থাপন করার একটি বিলের জন্য চূড়ান্ত অনুমোদন দিল।

 মন্ত্রীপরিষদ এই নির্ণয় নেয় সচিবালয়ে সোমবার এক বৈঠকে যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
হাসিনা \'বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অ্যাক্ট ২০১৩\' মঞ্জুর করেন।
 
সাংবাদিকদের একথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মশাররফ হোসেন ভুঁইয়া জানান এক উত্সৃষ্ট স্বশাসিত প্রতিষ্ঠান দক্ষ লোকবল তৈরি করবে বাংলাদেশের বিনোদন জগতের উন্নতির জন্য।
 
 ভুঁইয়া জানান অনেক দিন ধরে ফিল্ম এবং টেলিভিশনের লোকেরা এইরকম একটি প্রতিস্থানের দাবী করছিলেন।
 
তিনি জানান ১৮-সদস্যের একটি পরিচালকদল প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন; মুখ্য নির্বাহী নিয়োগ করবে বাংলাদেশ সরকার।