Entertainment

মামুনুরের টিভি নাটকেও মাতাবে পথ শিশুরা

মামুনুরের টিভি নাটকেও মাতাবে পথ শিশুরা

| | 09 Jun 2013, 03:10 am
নতুন পথে হাঁটা অভিজ্ঞ ও কুশলী গণমাধ্যম ব্যক্তিত্ব মামুনুর রহমান সম্প্রতি পথ-শিশুদের সঙ্গে নিয়ে দু'টি টেলিভিশন নাটকের নির্দেশনা করলেন। এই ধরনের বাচ্চাদের নিয়ে 'আকাশ কুসুম' এবং 'হিরামন' নামে দু'টি মঞ্চ নাটক করার এক মাস পরেই তিনি বানিয়ে ফেললেন সেই দু'টির টেলিভিশন-রূপ। এই নাটক দু'টির গল্প নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' এবং 'তোতাকাহিনী' থেকে।

 মঞ্চে যে চল্লিশটি শিশু এর আগে অভিনয় করেছিল, তারাই আছে নাটক দু\'টির টেলিভিশন ভাষ্যে। শ্যটিং করা হয়েছে পুরাতন ঢাকার রোজ গার্ডেন এবং গাজিপুরের ভাওয়াল গড়ে।

 
"এই বাচ্চারা খুব ট্যালেন্টেড। এদের কেউ ভাল ছবি আঁকে, কেউ গান গায়, আবার কেউ দারুন অভিনেতা। মঞ্চ এবং টিভি, দু\'জায়গাতেই এরা দারুন কাজ করেছে।স্টেজে ওদের অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছিলাম।তারপরেই ঠিক করি টিভি-তেও করব," মামুনুর বলেছেন।