Entertainment

ঢাকা মাতালেন সোনু নিগম, জেমস

ঢাকা মাতালেন সোনু নিগম, জেমস

| | 28 May 2013, 04:01 am
ঢাকা, ডিসেম্বর ৩০: বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের তিন প্রখ্যাত গায়ক - জেমস, শাফকাত আমানত আলী ও সোনু নিগম শুক্রবার সন্ধ্যেয় শের-এ-বাংলা আর্মি স্টেডিয়াম এক কনসার্টে পারফর্ম করেন।

 অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা ও একটি ফ্যাশান শোয়েরও আয়োজন করা হয় অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য।

স্থানীয় রক গায়ক জেমস প্রথমে স্টেজে ওঠেন ও শ্রোতাদের তাঁর গানে মাতিয়ে দেন।
তিনি \'পাগলা হাওয়ার\', \'দুষ্টু ছেলের দল\', \'গুরু\', \'লেস ফিতে লেস\' ও \'বিজলি\'-র মতো  তাঁর জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন।
শাফকাত আমানত আলী রাগাশ্রিত ও \'বিন তেরে\'-র মতো জনপ্রিয় বলিউডের গান শুনিয়ে শ্রোতাদের মনোরঞ্জন করেন।
সোনু নিগম স্টেজে আসেন তাঁর বিস্ময়কর সঙ্গীত প্রস্তুতির সাথে ও একটি অবিশ্বাস্য পারফরম্যান্স দেন।
গান গাইবার ফাঁকে ফাঁকে সোনু শ্রোতা ও দর্শকদের সাথে বার্তালাপ করতে থাকেন।
তিনি \'রাং দে বাসান্তি\', \'তাকাল্লুফ ছোড়িয়ে\', \'শুকার আল্লাহ\', \'তু বাস দে দে মেরা সাথ\'-এর মতো জনপ্রিয় হিন্দি গান শোনান।