Entertainment

২০০ কোটি আয় করল 'বাজরাঙ্গি ভাইজান'

২০০ কোটি আয় করল 'বাজরাঙ্গি ভাইজান'

| | 25 Jul 2015, 01:29 pm
মুম্বাই, জুলাই ২৫- ভারতে বক্স অফিসে নিজের সাফল্যের ঝড় বজায় রেখে সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ ২০০ কোটি রুপি উপার্জন করেছে।

জুলাই মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল এই ছবি।

 

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ নিজের টুইটারে এই তথ্য দিয়েছেন।

 

সালমান খানের কিকের পরে দ্বিতীয় ছবি যেটি ২০০ কোটি রুপি আয় করেছে।

 

এর আগে হিন্দি ছবির ইতিহাসে সব থেকে দ্রুততম সময়ে শত কোটি রুপি উপার্জনকারী সিনেমা হিসেবে নিজের এক আলাদা স্থান করে নিয়েছিল ‘বাজরাঙ্গি ভাইজান’।

 

প্রত্যেক বছর ঈদে নিজের একটি ছবির মুক্তি দিয়ে দর্শকের মন জয় করেন সালমান।

 

এই বছরেও ‘বাজরাঙ্গি ভাইজান’ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের ছবির বাজারে। এই ছবিতে করিনা কপুর অভিনয় করেছেন।

 

এর আগে সালমান ও করিনাকে \'বডিগার্ড\' ছবিতে এক সাথে দেখা গেছিল। সেই ছবিও ২০১১ সালে ঈদে মুক্তি পেয়েছিল।