Entertainment

চিরদিনের জন্য বাংলাদেশের মানুষ বিদায় জানালেন নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে

চিরদিনের জন্য বাংলাদেশের মানুষ বিদায় জানালেন নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে

| | 10 Sep 2014, 12:52 pm
ঢাকা, সেপ্টেম্বর ১০- তাঁর গান চিরকাল রয়ে যাবে মানুষের মনে তবে বুধবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম।

 আজ  সকাল থেকে নানান   আনুষ্ঠানিকতার মাধ্যমে বেগমকে শ্রদ্ধা ও ভালোবাসা  জানায় মানুষ।

তাঁর অসংখ্য ভক্তদের চিরদিনের জন্য বিদায় জানিয়ে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ  করেছিলেন নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম।

ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে  উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার হাসপাতালের হিমঘর থেকে ইন্দিরা রোডের বাসায় নিয়ে যাওয়া হয় বেগমকে।

সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়ার হয় দেশের প্রিয় নজরুলসংগীতশিল্পীর মরদেহ ।

পরে গুলশান আজাদ মসজিদে জানাজার শেষে তাঁকে নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

দুপুরে  কেন্দ্রীয় শহীদ মিনারে  বেগমের মরদেহ রাখা হয়েছিল। সেখানে তাঁর ভক্তরা শ্রদ্ধা  জানাতে গিয়েছিলেন।

রাজনীতিবিদ,  বিশিষ্ট নাগরিকরা, সাধারণ মানুষ ও  বিভিন্ন সংগঠনের পক্ষ  থেকে আজ শ্রদ্ধা জানানো হয়েছে বেগমকে।

বেগমের গান দেশ বিদেশের সঙ্গীত প্রেমীদের চিরকাল স্পর্শ করেছে।