Entertainment

মহিলা নির্দেশকদের কাজ নিয়ে চলচ্চিত্র উৎসব

মহিলা নির্দেশকদের কাজ নিয়ে চলচ্চিত্র উৎসব

| | 05 Oct 2013, 05:21 am
ঢাকা, অক্টোবর ৫ ঃ বাংলাদেশী মহিলা চলচ্চিত্র নির্দেশকদের কাজ নিয়ে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে আগামীকাল থেকে শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব।

 শিল্পকলা অ্যাকাডেমি এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগের এই চলচ্চিত্র উৎসবে থাকছে ১৯৭২ থেকে আজ পর্যন্ত ২৪ জন মহিলা নির্দেশকের তৈরি  স্বল্প দৈর্ঘ্যের এবং তথ্যমূলক ছবি ছাড়াও  ফিচার ফিল্ম। সব মিলিয়ে ৩২ টি ছবি, যার মধ্যে আটটি ফিচার ফিল্ম, ন্যাশনাল আর্ট প্লাজা প্রেক্ষাগৃহে দেখা যাবে। 

 
সংগঠকদের দাবি, শুধু মহিলা নির্দেশকদের তৈরি করা ছবি নিয়ে  উৎসবের আয়োজন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতেও বিরল ঘটনা। তাঁরা আশা করছেন, এই উৎসব আরও বেশি সংখ্যায় মহিলাদের চলচ্চিত্র তৈরি করতে অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে তুলবে। সংগঠকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা চিত্র নির্দেশকদের সাম্মানিক মুকুট দেওয়া হবে। মুকুট পরিয়ে দেবেন বিশিষ্ট ভাস্কর ফেরদৌসি প্রিয়দর্শী।
 
সকলের জন্য প্রবেশাধিকার থাকা এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন তিনটি করে শো থাকছে।