Finance

বৈদেশিক ঋণের আর্জি মঞ্জুর হল ১৫টি শিল্প প্রতিষ্ঠানের

বৈদেশিক ঋণের আর্জি মঞ্জুর হল ১৫টি শিল্প প্রতিষ্ঠানের

| | 19 Jun 2013, 01:38 pm
ঢাকা, জুন ১৯ ঃ মোট ১৫৪ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নেওয়ার ব্যাপারে দেশের ১৫টি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদন মঞ্জুর করল একটি সরকারি কমিটি।

 বাংলাদেশ বাঙ্কের গভর্নর আতিউর রহমানের নেতৃত্বে \'দ্য প্রাইভেট সেকটর ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট কমিটি কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে।

 
যে সব প্রতিষ্ঠান তাদের প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ চেয়েছে, তাদের মধ্যে আছে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি(৩০ মিলিয়ন ডলার), বি এস আর এম স্টিল(৪০ মিলিয়ন ডলার), মিডল্যান্ড পাওয়ার কোম্পানি(২১।১ মিলিয়ন ডলার), সইহাম টেক্সটাইল (১২।২৩ মিলিয়ন ডলার), জে এম ফ্যাব্রিকস (৭।৩২ মিলিয়ন ডলার), আমন বাংলাদেশ (৮।৬১ মিলিয়ন ডলার), সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি (৫ মিলিয়ন ডলার), হলসিম সিমেন্ট (৬ মিলিয়ন ডলার), ফারতালি টেক্সটাইলস অ্যান্ড হোসিয়ারি (৮।৬১ মিলিয়ন ডলার) এবং ইম্প্রেস-নিউটেক্স (৩।৫৮ মিলিয়ন ডলার)।
 
বৈঠকে উপস্থিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর দপ্তর এবং বোর্ড অফ ইনভেস্টমেন্টের প্রতিনিধিরা।
 
বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে এই ধরণের আরও বৈদশিক ঋণের প্রস্তাব খুঁটিয়ে বিবেচনা করা হচ্ছে।