Finance

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রবি কর্পোরেট অফিসে কর্মসূচি

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রবি কর্পোরেট অফিসে কর্মসূচি

| | 09 May 2016, 01:52 pm
ঢাকা, মে ৯: বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রবি কর্পোরেট অফিসে রক্তদান এবং সচতেনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যার কারণে শরীরের লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে শরীর রক্তশূণ্য হয়ে পড়ে।

 

"এ আয়োজনের উদ্দেশ্য ছিল রবি’র কর্মকর্তাদের রোগটি সম্পর্কে সচেতন করা এবং রক্তদানের মাধ্যমে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ৮ মে ২০১৬ এ উদ্যোগ নেয় রবি," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে কোম্পানি।