Finance

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| | 05 Sep 2015, 12:11 pm
ঢাকা, সেপ্টেম্বর ৫- গ্রাহকদের কথা মাথায় রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মোবাইল অপারেটরদের ইন্টারনেটের খরচ কমাতে আহ্বান করেছেন।


ব্যান্ডউইথের দাম কমার কারণে এই পদক্ষেপ নিতে আহ্বান করেছেন হাসিনা।

 

"ইন্টারনেটের দাম জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য  আমরা প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের দাম আট দফায় কমিয়ে ৭৮ হাজার টাকা থেকে মাত্র ৬২৫ টাকায় নামিয়ে এনেছি," বলেন  হাসিনা।

 

"মোবাইল ফোন অপারেটরগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি যে, তারাও সমানভাবে গ্রাহকদের ব্যবহারের দামটা কমাতে পারে," উনি বলেন।

 

হাসিনা বলেন যে এই পদক্ষেপ নিলে মানুশ বেশি করে ইন্টারনেট ব্যবহার করবে ও দেশের আয় বাড়বে।

 

এই কথাগুলি হাসিনা গণভবনে ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন।