Finance

জাপান-বাংলাদেশের মেট্রো রেল ডিল স্বাক্ষর

জাপান-বাংলাদেশের মেট্রো রেল ডিল স্বাক্ষর

| | 28 May 2013, 05:17 am
ঢাকা, ফেব্রুয়ারি ২০: বাংলাদেশ সরকার বুধবার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সাথে এক চুক্তি স্বাক্ষর করে ঢাকায় মেট্রো রেল প্রকল্পের জন্য।

 মেট্রো রেল সহ চারটি প্রকল্পের জন্য ৭৮৪.৮২ মিলিয়ন ডলারের সফট লোনের সাথে বাংলাদেশ ৮ মিলিওন ডলার বা ৳ ৭২ কোটি টাকা গ্রান্ট পাবে আরেকটি প্রকল্পের জন্য।

 
 বাংলাদেশকে ০.০১ শতাংশ ইন্টারেস্ট দিতে হবে এই ঋণের জন্য যেটি ১০ বছর গ্রেস পিরিয়ড সমেত ৪০ বছরে শোধ করতে হবে।
 
মেট্রো রেল ছাড়া বাকি তিনটি প্রকল্প হল - জাতীয় পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন, ভেড়ামারা সম্মিলিত চক্র শক্তি প্ল্যান্ট উন্নয়ন ও শহুরে এবং গ্রামীণ এলাকায় গভীর ভূগর্ভস্থ জলসংক্রান্ত তদন্ত এবং উন্নয়ন।
 
 বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব আবুল কালাম আজাদ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা রূপসী বাংলা হোটেলে এই চুক্তি স্বাক্ষর করেন।