Finance

মহাসেনে ক্ষতিগ্রস্ত ৳ ২৭৫ কোটি শস্য

মহাসেনে ক্ষতিগ্রস্ত ৳ ২৭৫ কোটি শস্য

| | 28 May 2013, 05:27 am
ঢাকা, মে ২৫: সাইক্লোন মহাসেনে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে ৳ ২৫৭ কোটির শস্য, সরকারের পক্ষ থেকে জানানো হয় শনিবার।

 আউশ চারা, তিলের বীজ, সবুজ মরিচ, মুগদানা, চিনাবাদাম, সব্জি, সূর্যমুখী ও অন্যান্য নানা শস্য পচে যায় জমিগুলি অবিশ্রান্ত বৃষ্টির কারণে জলে নিমজ্জিত হয়ে থাকায়, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

 
১৫৩,৪৪৪ হেকটার জমির মধ্যে ৩২,৬৩৩ হেকটারের সমস্ত শস্য নষ্ট হয়ে যায়, জানান এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ডেপুটি ডিরেক্টর (বরিশাল) মোঃ নাজমুল করিম।
 
"যে যে কৃষকেরা তিলের বীজ, মুগদানা ও চিনাবাদামের চাষ করেছিলেন তারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আর এই শস্য চাষ করতে পারবেন না কেননা এই সব শস্যের মরসুম শেষ হতে চলেছে," জানান করিম।
 
 সাইক্লোন মহাসেন মে ১৬-এ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল তছনছ করে দেয়। এই দুর্যোগে মারা যায় ১৭জন।