Finance

সিটিসেলের আবেদনে ৩১ অক্টোবর শুনানি হবে

সিটিসেলের আবেদনে ৩১ অক্টোবর শুনানি হবে

| | 25 Oct 2016, 08:43 am
ঢাকা, অক্টোবর ২৫- আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৩১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানি হবে।

শুনানির এই দিনটি ঠিক করেছে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

সিটিসেলের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিনটি আজ ধার্য করা হয়।

 

গতকাল এই বিষয় আবেদন করেছিল সিটিসেল।

 

কিছুদিন আগে, একটি অধ্যায়ের শেষ করে আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

সিটিসেল এই দেশের প্রথম মুঠোফোন অপারেটর।

 


সরকার থেকে জানানো হয়ে যে বিটিআরসির বকেয়া পরিশোধ না করার ফলে  টেলিযোগাযোগ আইনের ৫৫(৩) ধারার ক্ষমতাবলে সিটিসেলের তরঙ্গ বরাদ্ধ স্থগিত করে দেওয়া হয়।