Finance

বস্ত্র শ্রমিকদের ঈদের বেতন অগাস্ট ৬এর মধ্যে

বস্ত্র শ্রমিকদের ঈদের বেতন অগাস্ট ৬এর মধ্যে

| | 22 Jul 2013, 02:04 am
ঢাকা, জুলাই ২১: বাংলাদেশ সরকার রবিবার সমস্ত রেডিমেড বস্ত্র কারখানার মালিকদের নির্দেশ দেয় ঈদের আগে অগাস্ট ৬এর মধ্যে বোনাস সহ সমস্ত শ্রমিকদের বেতন মিটিয়ে দিতে।

 মুসলমানদের তিন দিনের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর আগস্ট 9 শুরু হবে।

 
"রেডিমেড বস্ত্র কারখানার মালিকদের জুলাইয়ের মাইনে ও ঈদের বোনাস অগাস্ট ৬এর মধ্যে দিয়ে দিতে হবে," স্বরাষ্ট্রমন্ত্রী এমকে আলমগীর বলেন।
 
তিনি বলেন শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য কোন রেডিমেড বস্ত্র কারখানার মালিক ঈদের আগে "লে অফ" জারি করতে পারবেন না।