Finance

বাংলাদেশে চালের দাম বাড়ল

বাংলাদেশে চালের দাম বাড়ল

| | 24 May 2014, 03:02 am
ঢাকা, মে ২৪: বাংলাদেশে সব ধরণের চালের দাম ১৩ থেকে ১৯ শতাংশ বেড়ে গেছে, জানায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের একটি সার্ভে।

 মাঝারি মোটা চালের দাম সবচেয়ে বেড়েছে।  সরু এবং মোটা চালের দাম একে অনুসরণ করেছে।

 
সার্ভে অনুযায়ী মে ২৩ তারিখে চালের দাম ১৭ শতাংশ বেশি ছিল আগের বছরের একই তারিখের তুলনায়।
 
এক বছর আগেও নাজিরশিলে ও মিনিকেট ফাইন ভ্যারাইটি চালের দাম ৳ ৩৪ থেকে ৳ ৪৮ প্রতি কেজি ছিল। এখন তাদের দাম ৳ ৪০-৫৬ প্রতি কেজি।
 
মাঝারি মানের চালের দাম ১৮.৫৭ শতাংশ বেড়েছে। গত বছর এই চালের দাম ছিল ৳ ৩৪-৩৬ প্রতি কেজি। এখন তার দাম ৳ ৩৯-৪৪।
 
মোটা চালের দাম ১২.৯০ শতাংশ বেড়েছে।