Finance

কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের বিষয়টি সিটিসেলকে দেখতে হবে, জানালেন মন্ত্রী

কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের বিষয়টি সিটিসেলকে দেখতে হবে, জানালেন মন্ত্রী

| | 21 Oct 2016, 10:18 am
ঢাকা, অক্টোবর ২১- সরকার শুক্রবার জানিয়ে দিয়েছেন যে সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের বিষয়টি কোম্পানিকেই ভাবতে হবে।

সাংবাদিকদের আজ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন যে এই বিষয় টেলিযোগাযোগ বিভাগ বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কিছু করবার নেই।

 


"সিটিসেলের কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধের দায়-দায়িত্ব সিটিসেলের," উনি সাংবাদিকদের বলেন।

 

"এই দায়িত্ব সিটিসেলকেই গ্রহণ করতে হবে," উনি বলেন।

 

মন্ত্রী বলেন যে টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির পক্ষ থেকে মানবিক একটা আবেদন তারা সিটিসেলকে করবে যে তারা যে কর্মচারীদের বেতন পরিশোধ করে দেন।

 

একটি অধ্যায়ের শেষ করে আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

সিটিসেল এই দেশের প্রথম মুঠোফোন অপারেটর।

 

বিটিআরসির একটি প্রতিনিধিদল আজ কোম্পানির কার্যালয় গিয়ে এই অপারেটরদের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

বৃহস্পতিবারের এই পদক্ষেপের শেষে, সরকার থেকে জানানো হয়ে যে বিটিআরসির বকেয়া পরিশোধ না করার ফলে  টেলিযোগাযোগ আইনের ৫৫(৩) ধারার ক্ষমতাবলে সিটিসেলের তরঙ্গ বরাদ্ধ স্থগিত করে দেওয়া হয়।

 

সংবাদ মাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

তারানা হালিম বলেনঃ "তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।"