Finance

মুদ্রাস্ফীতি কমল জানুয়ারিতে

মুদ্রাস্ফীতি কমল জানুয়ারিতে

| | 28 May 2013, 05:11 am
ঢাকা, ফেব্রুয়ারি ৬: বাংলাদেশের মুদ্রাস্ফীতি জানুয়ারিতে ডিসেম্বরের তুলনায় ০.৩১ শতাংশ পড়ে ৭.৩৮ শতাংশে দাঁড়াল।

 মুদ্রাস্ফীতি কমার প্রধান কারণ হল খাদ্য ও নন-ফুড আইটেমের পতনশীল মূল্য।

 
নন-ফুড বা অ-খাদ্যের মুদ্রাস্ফীতি গত মাসের ৮.৪৩ শতাংশ থেকে কমে ৭.৭৯ শতাংশে দাঁড়ায়।
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান অধিকর্তা গোলাম মোস্তফা কামাল এই তথ্য প্রকাশ করেন বুধবার।
 
মুদ্রাস্ফীতি কমার সাথে সাথে মজুরির হার ডিসেম্বরের ১৫.৭০ শতাংশ থেকে ১৫.৬৫ শতাংশে পড়ে যায়।