Finance

সরকার ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন করল

সরকার ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন করল

| | 24 Oct 2017, 08:40 am
ঢাকা, অক্টোবর ২৪ঃ বাংলাদেশের সরকার আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ন্রমানের জন্য অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পের জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে হবে।

 

সরকার আসা করেন যে এই প্রকল্প শেষ হলে রাজধানী ঢাকার সাথে  ৩০ জেলার সংযোগস্থল আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট কমবে।

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) আজ সরকার ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’সহ গুরুত্বপূর্ণ ৩৪ হাজার ৫৬৭ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্পগুলির অনুমোদন দিয়েছেন।

 

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেও সম্প্রসারণের জন্য সাড়ে ১৩ হাজার কোটি টাকার একটি প্রকল্পও এগুলির মধ্যে আছে।

 

এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজকের এই বৈঠকের শেষে সাংবাদিকদের বলেনঃ "ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প বাংলাদেশের উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন রচনা করবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির গভীরতা বাড়বে।”