Finance

ভোলায় গ্যাস মজুত প্রমানিত, শুরু হয়েছে প্রবাহ

ভোলায় গ্যাস মজুত প্রমানিত, শুরু হয়েছে প্রবাহ

| | 31 Oct 2017, 11:03 pm
ঢাকা, নভেম্বর ১ঃ আজ থেকে ভোলায় আবিষ্কার হওয়া নতুন ক্ষেত্র থেকে গ্যাসের প্রবাহ শুরু করা হয়েছে।

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সে এই আবিষ্কার করেছিল।

 

বুধবার সকাল ৮টা ২৫ মিনিট থেকে এই প্রবাহ শুরু হয়।

 

এই সঙ্গে, গ্যাসের মজুতের বিষয়টিও প্রমানিত হয়েছে।

 

দেশের মানুষকে খুশির খবর দিয়ে, রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্স ভোলার শাহবাজপুরের পাশে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়ছেন, কর্মকর্তারা জানান কিছুদিন আগে।


এই বিষয়টিকে 'সুসংবাদ' বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।


মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  এই বিষয় সাংবাদিকদের জানানঃ "এটা আমাদের দেশের জন্য বেশ ভালো সুসংবদ।”

 

বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয়েছে।

 

শফিউল আলম এই বিষয় আরও বলেনঃ "৭০০ বিলিয়ন ঘটফুট গ্যাস হয়ত আছে। আগে ওখানে যে কূপ আছে সেটা মিলে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান ওখানে আছে বলে আমরা ধারণা পেয়েছি।”