Finance

সবুজ লঙ্কার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি

সবুজ লঙ্কার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি

| | 21 Jun 2013, 12:33 pm
ঢাকা, জুন ২১: আওয়ামী লীগ সরকার জানায় তারা নির্ণয় নিয়েছে যে রামাদানের আগে সবুজ লঙ্কা, বেগুন, শসা ও ধনে পাতার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করবে।

 রামাদানের মাস শুরু হবে জুলাইয়ের শুরুর দিকে।

 
"এই নিষেধাজ্ঞা জুলাই ১ থেকেই মানা হবে। এই নির্ণয় নেওয়া হয়েছে যাতে উপোষের সেই পবিত্র মাসে প্রধান খাদ্যবস্তুগুলির কোন অভাব দেশে না থাকে," জানান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
 
 এই নিষেধাজ্ঞা রামাদান শেষ হওয়া পর্যন্ত চলবে।
 
গত বছরও এই সময় সরকাররে পক্ষ থেকে সবুজ লঙ্কা, বেগুন, পেঁয়াজ ও রসুনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
 
মাহবুব জানান পেঁয়াজ ও রসুনের ওপর  নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
 
বাংলাদেশ সবজি ও ফল মিডিল ইস্ট, ইউকে, ও অন্যান্য দেশে রপ্তানি করে অভিবাসী শ্রমিকদের ও অনাবাসী বাংলাদেশীদের জন্যে।