Finance

তৈরি পোশাক উৎপাদন বৃদ্ধি পেলে বাড়বে বাংলাদেশের কর্মসংস্থান, জানাল বিশ্বব্যাংক

তৈরি পোশাক উৎপাদন বৃদ্ধি পেলে বাড়বে বাংলাদেশের কর্মসংস্থান, জানাল বিশ্বব্যাংক

| | 03 May 2016, 06:24 am
ঢাকা, মে ৩- বিশ্বব্যাংক জানিয়েছেন যে বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশের কর্মসংস্থান বাড়বে।

একটি বিবৃতিতে,

বিশ্বব্যাংক বলেছে যে  এই দেশে পোশাক উৎপাদন ১ শতাংশ বৃদ্ধি পেলে বাংলাদেশে দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশ কর্মসংস্থান বাড়বে।


ব্যাঙ্ক আরও বলেছেন যে  যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করা চীনা পোশাকের দাম ১০ শতাংশ বাড়লে এই দেশে পুরুষদের কর্মসংস্থানের সুযোগ প্রায় ৪ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পাবে।

বিশ্বব্যাংকের প্রকাশিত ‘তৈরি পোশাক খাতে দক্ষিণ এশিয়ার কর্মসংস্থান, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক সমীক্ষার মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বিশ্বব্যাংক এক সাথে এই সমীক্ষা প্রকাশ করেছে।