Finance

রবি ও প্রশিকার কর্পোরেট চুক্তি স্বাক্ষর

রবি ও প্রশিকার কর্পোরেট চুক্তি স্বাক্ষর

| | 12 Nov 2015, 02:00 pm
ঢাকা, নভেম্বর ১২- বিশেষ কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও ইন্টারনেটসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা প্রশিকা।

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রশিকার প্রধান কার্যালয়ে রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ ও প্রশিকার ডিরেক্টর কাজী রুবায়েত আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।


এসময় প্রশিকার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. কাজী ফারুক আহমেদ ও চিফ এক্সিকিউটিভ কাজী খাজে আলম উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশিকার টিম লিডার কাঞ্চন উদ্দিন খান ও সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাজী খালিদ শামস এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন, জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম ও ম্যানেজার মো. আহমেদ শায়ের চৌধুরী।