Finance

ঢাকা-চট্টগ্রাম উড়াল সড়ক; ঢাকায় পাতাল রেল

ঢাকা-চট্টগ্রাম উড়াল সড়ক; ঢাকায় পাতাল রেল

| | 16 Jun 2014, 03:19 am
ঢাকা, জুন ১৬: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন ঢাকা থেকে চট্টগ্রামে উড়াল সড়ক তৈরির এবং রাজধানীতে পাতাল রেল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 তিনি জানান ইতিমধ্যেই এই দুটি প্রকল্পের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করা হয়েছে।

 
“চলমান ঢাকা-চট্টগ্রাম ফোর লেনকে কার্যত আরো শক্তিশালী ব্যবহারের জন্য একটা ফিজিবিলিটি স্টাডিজের জন্য দিয়েছি। সেখানে একই রাস্তার উপরে আরেকটি রাস্তা হবে," কামাল জানান সাংবাদিকদের। 

তিনি বলেন ঢাকা-চট্টগ্রাম উড়াল সড়ক প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে হবে।
 
"এ প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের [পিপিপি] মাধ্যমে হবে," কামাল বলেন। 

তিনি বলেন ঢাকা মহানগরে সাবওয়ে বা পাতাল রেল করার জন্য নিরীক্ষণ শুরু করা হবে খুব শীঘ্রই।