Finance

বাজার খুলতেই স্টক মুখ থুবড়ে পড়ল

বাজার খুলতেই স্টক মুখ থুবড়ে পড়ল

| | 28 May 2013, 05:22 am
ঢাকা, এপ্রিল ২২: বাংলাদেশের প্রিমিয়ার বিদেশের শেয়ার বাজারে ট্রেডিং সোমবার নেতিবাচক প্রবণতা দিয়ে শুরু হল।

 ডিজিইএন, ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইনডেক্স, সকাল ১০.৪০-এ তিন পয়েন্ট পড়ে দাঁড়াল ৩,৬৬৩ পয়েন্টে।

 
যে সব ইস্যু কেনাবেচা করা হয়, তার মধ্যে ৫০টি পড়ে যায়, ২৭টি এগোয় ও ১৭টি অপরিবর্তিত থাকে। 
 
সব মিলিয়ে ২,০৬০টি ট্রেডিং হয় ৳ ৪.৪৮ কোটি দেয়া-নেয়ার মাধ্যমে।
 
রবিবার ঢাকা স্টক একচেঞ্জে ট্রেডিং ৪০ পয়েন্ট পড়ে ৩,৬৬৬ পয়েন্টে স্থির হয়।