Finance

Bangladesh asks Bhutan to access one of its aiport

Bangladesh asks Bhutan to access one of its aiport

Bangladesh Live News | @banglalivenews | 06 Feb 2019, 06:30 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ৬: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিপু মুনশি বলেছেন, যাতায়াতের জন্য ভুটান বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করলে উভয় দেশ উপকৃত হবে। এতে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।

তিনি বলেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দেশটি বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। সোমবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম রাবি’র সঙ্গে মুবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।


তিনি বলেন, বাংলাদেশ ভুটানের তৈরি খাবার, তৈরি পোশাক, ওখুধসহ বিভিন্ন পণ্য রফতানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রফতানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি। ২০১৭-২০১৮ অর্থবছর বাংলাদেশ ভুটানে রফতানি করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি করেছে ৩২ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।


এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।