Finance

বন্ধ হল সিটিসেল

বন্ধ হল সিটিসেল

| | 20 Oct 2016, 01:05 pm
ঢাকা, অক্টোবর ২০ঃ একটি অধ্যায়ের শেষ করে আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়।

সিটিসেল এই দেশের প্রথম মুঠোফোন অপারেটর।

 

বিটিআরসির একটি প্রতিনিধিদল আজ কোম্পানির কার্যালয় গিয়ে এই অপারেটরদের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

আজকের এই পদক্ষেপের শেষে, সরকার থেকে জানানো হয়েছে যে বিটিআরসির বকেয়া পরিশোধ না করার ফলে  টেলিযোগাযোগ আইনের ৫৫(৩) ধারার ক্ষমতাবলে সিটিসেলের তরঙ্গ বরাদ্ধ স্থগিত করে দেওয়া হয়।

 

সংবাদ মাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

তারানা হালিম বলেনঃ "তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।"