Finance

COVID-19: Is Apple deciding to shift manufacturing from China to India?
Pixabay

COVID-19: Is Apple deciding to shift manufacturing from China to India?

Bangladesh Live News | @banglalivenews | 15 May 2020, 05:18 am
নিউ দিল্লীঃ এ যেন এক নতুন দুনিয়ার সৃষ্টি হচ্ছে। আর সেই পথে হেঁটে করোনাভাইরাসের এই সমস্যার মাঝেই হয়তো  চীন থেকে উৎপাদন কার্যক্রমের বড়  একটি অংশ সরিয়ে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিশ্বখ্যাত মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপেল।    

ভারতের সংবাদ মাধ্যমে এমন এক্তি খব্র বারবার দেখা যাচ্ছে বিগত কিছু সপ্তাহ ধরে।

 

প্রসঙ্গত, কিছুদিন আগে নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপল তার উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ চীন থেকে ভারতে স্থানান্তরিত করতে চাইছে।

 

সরকারী এক  কর্মকর্তার বরাত দিয়ে ভারতের জনপ্রিয় খবরের কাগজ ইন্ডিয়ান ইকোনমিক টাইমস জানিয়েছে যে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন এবং ফক্সকন এর মাধ্যমে আগামী পাঁচ বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলার পর্যন্ত স্মার্টফোন তৈরির কথা বিবেচনা করছে ভারত।  

 

চীনের থেকে করোনাভাইরাস আজ দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমন ঘটনার মাঝে বহু প্রযুক্তি সংস্থাগুলির সরবরাহ লাইন ব্যাহত হওয়া শুরু করে।

 

এমন পরিস্থিতিতে, চীন থেকে ম্যনুফ্যকচারিং কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছিল বিশ্বের বড় বড় কোম্পানীগুলো।

 

ভারত এই অবস্থাটিকে কিভাবে কাজে লাগাবে তা দেখার বিষয়।