Finance

বীমা কোম্পানিগুলির ওপর কড়া নজরঃ হাসিনা
ঢাকা, এপ্রিল ৭: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা কোম্পানিগুলিকে নির্দেশ দেন তারা যেন বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে তৎপর হয়।
ঢাকা, এপ্রিল ৭: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা কোম্পানিগুলিকে নির্দেশ দেন তারা যেন বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে তৎপর হয়।
তিনি বীমা কোম্পানিগুলিকে বলেন দারিদ্র্য দূরীকরণ কর্মসূচী চালু করতে যাতে মানুষের জীবিকার উন্নতি ঘটে।
হাসিনা শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে প্রথম সার্ক বীমা সন্মেলন-২০১৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
"বীমা নিয়ন্ত্রককারীদের বীমা কোম্পানিগুলির ওপর কড়া নজর রাখতে হবে যাতে সব বীমা দাবিগুলি সময়মত ও নিয়মমত পরিশোধ করা হয় কোনো বিতর্ক ছাড়া," হাসিনা বলেন।
তিনি বীমা কোম্পানিগুলিকে বলেন যেন তারা কখনো এই কথা না ভোলে যে তারা মানুষের কষ্টার্জিত টাকার ট্রাস্টি; ও তাই তাদের উচিত বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে তৎপর হওয়া।
বাংলাদেশে ৬২টি বীমা কোম্পানি আছে; তাদের মধ্যে ১৮টি লাইফ ইনশিওরার্স ও বাকি সাধারণ কোম্পানি।