Finance

জেনারেল ফার্মা ও রবি’র কর্পোরেট চুক্তি

জেনারেল ফার্মা ও রবি’র কর্পোরেট চুক্তি

| | 17 Aug 2016, 01:50 pm
ঢাকা, অগাস্ট ১৭: জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


চুক্তির আওতায় জেনারেল ফার্মাসিকিউটিক্যালস লিমিটেড রবি’র মোবাইলভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনস, কল রেট, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, হ্যান্ডসেট বান্ডেল সুবিধা ও ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করবে।

 

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে ও জেনারেল ফার্মার ম্যানেজিং ডিরেক্টর ড. মোমেনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন, একটি বিবৃতির মাধ্যমে জানায় রবি।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ফার্মা’র ডিরেক্টর মার্কেটিং মীর জাকি আনাম, এডমিন অ্যান্ড এইচআর’র ম্যানেজার ড. সি. এম এহসানুল খালেক এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম ও ম্যানেজার মো. জুলফিকার হায়দার চৌধুরী।