Finance

খোকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কাল থেকে
ঢাকা, অক্টোবর ৩১: খোকা ইলিশ ধরা, পরিবহন ও বিপণনের ওপর আট-মাসের দেশব্যাপী নিষেধাজ্ঞা শুক্রবার থেকে জারি করা হবে।
১০ ইঞ্চি বা ২৬ সেন্টিমিটার লম্বা ইলিশ ধরার ওপর এই নিষেধাজ্ঞা চলবে পরের বছরের জুন ৩০ অবধি।
এই বছর এই নিষেধাজ্ঞা এক মাস বেশী বাড়ানো হয়েছে ও ইলিশের মাপও এক ইঞ্চি বাড়ানো হয়েছে।
গত বছর এই নিষেধাজ্ঞা নভেম্বর থেকে মে ৩১ অবধি ছিল।